রবিবার, ১৫ জানুয়ারী, ২০১৭

শূন্য পৃথিবীর

শেখ শফিউল বাসার

অপেক্ষিত দৃস্টির নিশাচর পরিনাম
রাত্রি কাননের শিশিরধৌত শিশিরকণা
 মনের আটপৌড়ে
 এক বিন্দু জল ছবি আঁকে।

উদ্ভাসীত পৃথিবীর অজস্র পরিনাম
মনের ব্যালকুনিতে নিঃশব্দে কড়া নাড়ে,
প্রকৃতিও জালান দেয় শূন্যতার বনস্প্রতির
মেঘমালার অস্পষ্ট দিকবেদিক শিরোনামের
নিস্ফল পরিনতির অসম পালকের
নিদারুন সমাচার।

রুদ্ধতার ভেলাভরে সাজায় তিমির রাত্রীর
অর্ধপায়ে দাড়ায়ে থাকা মৃতপ্রায় ল্যাম্পপোস্টের
নিভু  আলোক বর্তিকার বহৃিল সমাহার।

শূন্য পৃথিবীর অস্তমিত আলোয়
নিলাচল কাব্যর বৈরিতার নির্নিমেষ
দিবাচলে নিক্ষিপ্ত অষ্টপ্রহর
বেদনার ব্যালকুনিতে পসরা সাজায়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন