শেখ শফিউল বাসার
---------------------------------------------
খুভ মনে পরে তোমায়
সমুদ্রের নীল জ্বলে পা রেখে
হারিয়ে যাওয়া মুক্ত বাতায়নের সুর মূর্ছনায়।
সারি সারি ঝাউ এর বাগানে
খোলা চুলে দাড়িয়ে মুক্ত ঝড়া হাসির প্লাবনে
ভাসিয়ে নিয়ে গেছো কত শত ক্রোশ দুরে।
স্মৃতির এ্যালবামে জমানো শব্দের গহন
বাজিয়ে নিয়ে যায় তোমার প্রান্তে।
নিরব নিথরতার বর্নিল মায়া
পিছু টানে কোন মায়ামোহ মায়াময়তার
উচ্ছল ছায়া বৃত্তের তেপান্তরে ।
কতো দিন, কতো সময়
দেখিনি তোমার হাসির ঝলক,
হারিয়ে যাইনি দিব্যি দিবালকের
দিবা স্বপ্নের প্রস্থানে গগন বিদগ্ধ নগরীর
নেশাচর পরিনামে ।
হাসির সুর ছন্দের রুপালী কিরনের
সেই প্রখরতা পিছু টেনে নিয়ে যায়
বিরহ বেদনার তিক্ত বহ্নিল প্রান্তরে।
বিদ্ধস্থ পরিনামের নিয়তির সূতো
আবদ্ধ করেছে হৃদয়ের পিঞ্জর,
আমি আজ একা বড় একা
সমুদ্রের নীল জ্বলে অশ্রু প্লাবনে স্নান করে
নিয়তির দুয়ারে মাথা ঠুকে
খুজি সেই সময় সেই স্মৃতির করিডোর।
---------------------------------------------
খুভ মনে পরে তোমায়
সমুদ্রের নীল জ্বলে পা রেখে
হারিয়ে যাওয়া মুক্ত বাতায়নের সুর মূর্ছনায়।
সারি সারি ঝাউ এর বাগানে
খোলা চুলে দাড়িয়ে মুক্ত ঝড়া হাসির প্লাবনে
ভাসিয়ে নিয়ে গেছো কত শত ক্রোশ দুরে।
স্মৃতির এ্যালবামে জমানো শব্দের গহন
বাজিয়ে নিয়ে যায় তোমার প্রান্তে।
নিরব নিথরতার বর্নিল মায়া
পিছু টানে কোন মায়ামোহ মায়াময়তার
উচ্ছল ছায়া বৃত্তের তেপান্তরে ।
কতো দিন, কতো সময়
দেখিনি তোমার হাসির ঝলক,
হারিয়ে যাইনি দিব্যি দিবালকের
দিবা স্বপ্নের প্রস্থানে গগন বিদগ্ধ নগরীর
নেশাচর পরিনামে ।
হাসির সুর ছন্দের রুপালী কিরনের
সেই প্রখরতা পিছু টেনে নিয়ে যায়
বিরহ বেদনার তিক্ত বহ্নিল প্রান্তরে।
বিদ্ধস্থ পরিনামের নিয়তির সূতো
আবদ্ধ করেছে হৃদয়ের পিঞ্জর,
আমি আজ একা বড় একা
সমুদ্রের নীল জ্বলে অশ্রু প্লাবনে স্নান করে
নিয়তির দুয়ারে মাথা ঠুকে
খুজি সেই সময় সেই স্মৃতির করিডোর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন