সোমবার, ২ অক্টোবর, ২০১৭

একটু স্মৃতি দিবে


শেখ শফিউল বাসার
-----------------------------------

আমাকে একটা রং তুলি কিনে দিবে
যে তুলির প্রতিটি আচরে আকবো
তোমার অবয়ব প্রকৃতি বহ্নিল ছায়া।
 রং তুলির আচরে ফুটিয়ে তুলবো
স্মৃতিময় জীবনের চিরন্তন প্রকাশ।

আমাকে একটা কলম কিনে দিবে
যে কলমের প্রতিটি ছোয়ায়
তোমাকে নিয়ে লিখবো হাজারো উপাখ্যান
গল্পময় জীবনের অপ্রকাশিত সমাচার।

আমাকে একটা ডায়েরি কিনে দিবে
যার প্রতিটি শূন্য লাইনে লিখে রাখবো
জীবন নাটকের সমস্ত শিরোনাম।

আমাকে একটা ভায়োলিন কিনে দিবে
যার করুন সুরের মূর্ছনায়
হারিয়ে যাবো অদৃশ্য তেপান্তরে,
লুকায়িত বেদনার নীল দুপুরে।

আমাকে একটা সূতো কিনে দিবে
যে সূতো জালিয়ে তোমায় করবো আলোকিত
অবশেষে আমি হবো নিঃশ্বেষ।

আমাকে একটা স্মৃতি একে দিবে
যার কল্পলোকে খুজে নিবো তোমায়
পথহারা পথের বাকে নিস্প্রান প্রয়াসে
যেখানে তোমার আদি অনন্ত।

শূন্যতার খেয়া পাড়ে রিক্ততার উপাখ্যানে
যেখানে সবটুকুই নিথর দেহের
শূন্য উপন্যাস।
আমাকে একটু স্মৃতি দিবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন