শেখ শফিউল বাসার
-------------------------------
বৃস্টিস্নাত দিন
গুড়ি বৃস্টির এলোমেলো উড়ে উড়ি
ভিজিয়ে দেয় মাথার অগোছালো চুলের
সবটুকু সমাচার।
পাহাড় বেষ্টিত উচু টিলার উপরে
পাকা দালানের একপাশে দাড়িয়ে
যতদুর দৃস্টি যায়, খালি পাহাড় আর পাহাড়।
উচু টিলার কার্নিশে হেলান দিয়ে দাড়িয়ে আছে
প্রকৃতির রুপকন্যা।
পাখিদের কলরব কিচিরমিচির সমারোহে
উত্তাল প্রকৃতির মাঝে কি যেন এক বিসন্নতা
মনের কোনে দাগ কাটে, কারো ছায়া
কারো মায়া হৃদয়ের তানপুড়ায়
কাড়া নাড়ে।
তুমি নেই কিছু নেই, শূন্যতার বনস্প্রতির
অন্তরালে মেঘেদের ছায়াকাব্য
বারে বারে জ্বালান দেয়
তুমিহীন বেদনার প্রসবনে
কস্টের দাবানল গুলো মনে করিয়ে দেয়
আমি ভালো নেই।
তুমিহীন রিক্ততার পথে
দিশেহারা জীবনের গন্তব্যে
ভাসিয়ে নিয়ে যায় একাকি জীবনের প্রস্থানে।
-------------------------------
বৃস্টিস্নাত দিন
গুড়ি বৃস্টির এলোমেলো উড়ে উড়ি
ভিজিয়ে দেয় মাথার অগোছালো চুলের
সবটুকু সমাচার।
পাহাড় বেষ্টিত উচু টিলার উপরে
পাকা দালানের একপাশে দাড়িয়ে
যতদুর দৃস্টি যায়, খালি পাহাড় আর পাহাড়।
উচু টিলার কার্নিশে হেলান দিয়ে দাড়িয়ে আছে
প্রকৃতির রুপকন্যা।
পাখিদের কলরব কিচিরমিচির সমারোহে
উত্তাল প্রকৃতির মাঝে কি যেন এক বিসন্নতা
মনের কোনে দাগ কাটে, কারো ছায়া
কারো মায়া হৃদয়ের তানপুড়ায়
কাড়া নাড়ে।
তুমি নেই কিছু নেই, শূন্যতার বনস্প্রতির
অন্তরালে মেঘেদের ছায়াকাব্য
বারে বারে জ্বালান দেয়
তুমিহীন বেদনার প্রসবনে
কস্টের দাবানল গুলো মনে করিয়ে দেয়
আমি ভালো নেই।
তুমিহীন রিক্ততার পথে
দিশেহারা জীবনের গন্তব্যে
ভাসিয়ে নিয়ে যায় একাকি জীবনের প্রস্থানে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন