বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬

কারনে অকারনে ভালোবাসী

শেখ শফিউল বাসার


কারনে অকারনে তোমাকে ভালোবাসী
পৃথিবীময় সমাবৃত্তের সবটুকু
ভূবন খুলে এক নৃত্বের ছন্দ তালে
পেখম মেলা ময়ুরের  সৌন্দর্যের  ডানায়
অঙ্কিত কারুকার্য সমাহারে
তোমাকে ভালোবাসী।

মেঘলা আকাশের স্নাত জ্বলে
কখনও মেঘ কখন বৃস্টি ভেজা
অবুঝ দুপুরের কাক ভেজা চিত্তে
তখনো তোমাকে ভালোবাসী।

বর্ষার জল ধারার  উন্মুক্ত প্রান্তরে
ডুব সাতারের স্বচ্ছ খেলায়
মত্ত উন্মাতাল আনন্দ অভিসারে
হৃদ হৃদ্রতার মায়ময়তায়
 তোমাকে ভালোবাসী।

এক পৃথিবীর অানন্দ  সম
পুস্প কুঞ্চিত গহবরে
পুস্প মাল্যর অবারিত
স্নিগ্ধময় সমাহারে কারনে অকারনে
তোমাকে ভালোবাসী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন