শেখ শফিউল বাসার
প্রকৃতির কোলাহল থেমে গেছে
জীবনের গতিও অস্তমিত।
অাধারের বুকে জেগে থাকা
একফালি চাঁদ রুপালি আলোর
বহ্নিল ছায়াতরু সাজায়
কস্টের নিরবতা।
অন্ধকারের পথ বেয়ে
কোন এক রুপালী রাতে
চলে গেছো অদৃশ্য স্বর্গলোকে,
পেছনে ফেলে গেছো
একাকি বেদনাময় স্মৃতির
নীল চাঁদোয়ার পালক জড়িয়ে।
শূন্যতার প্রতিটি অন্তক্ষরা
ভাসিয়ে নিয়ে যায়
নিদারুন কস্ট স্রোতের অথৈ জলে।
বাচার আকুতি আন্দোলিত করে
আমার ভীতর বাহির,
অদৃষ্টচর ভাগ্যর নীল রেখা
স্তম্ভিত করেছে আমার পৃথিবী।
স্বচ্ছ কাচের দেয়াল বেয়ে
পৌছায়না ঐ পাশে
আমার প্রানের আকুতি।
আমি যে বড় একা
নিংসঙ্গতার আলো ছায়ার খেলায়
আমি পরাজিত।
বিবেকের ভাংগা কূলে
বাসা বেঁধেছে নিংসঙ্গতার অন্তক্ষরা।
প্রকৃতির কোলাহল থেমে গেছে
জীবনের গতিও অস্তমিত।
অাধারের বুকে জেগে থাকা
একফালি চাঁদ রুপালি আলোর
বহ্নিল ছায়াতরু সাজায়
কস্টের নিরবতা।
অন্ধকারের পথ বেয়ে
কোন এক রুপালী রাতে
চলে গেছো অদৃশ্য স্বর্গলোকে,
পেছনে ফেলে গেছো
একাকি বেদনাময় স্মৃতির
নীল চাঁদোয়ার পালক জড়িয়ে।
শূন্যতার প্রতিটি অন্তক্ষরা
ভাসিয়ে নিয়ে যায়
নিদারুন কস্ট স্রোতের অথৈ জলে।
বাচার আকুতি আন্দোলিত করে
আমার ভীতর বাহির,
অদৃষ্টচর ভাগ্যর নীল রেখা
স্তম্ভিত করেছে আমার পৃথিবী।
স্বচ্ছ কাচের দেয়াল বেয়ে
পৌছায়না ঐ পাশে
আমার প্রানের আকুতি।
আমি যে বড় একা
নিংসঙ্গতার আলো ছায়ার খেলায়
আমি পরাজিত।
বিবেকের ভাংগা কূলে
বাসা বেঁধেছে নিংসঙ্গতার অন্তক্ষরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন