শেখ শফিউল বাসার
একাকি নিসঙ্গ কতকাল
রুদ্ধ চিলেকোঠার ঘরে
বন্দী সংগোপনে থেকেছি ,
দিনের আলো ও দেখা হয়নী ।
নির্ঘুম পেচার মতো
শূন্য আকাশে তাকিয়ে
তারার লুটোপুটি
আধারের ছায়াপথ দেখেছি !
একটি রাত ও ঘুমাইনি ।
স্মৃতির জানালায় দৃস্টি রেখে
হারানো সে সুরের মূর্ছনায়
ভেসে গিয়েছি !
একটি রাত ও ঘুমাইনি ।
তারার ছায়াপথ ,
জোস্না প্লাবিত রাতে
তার কোলে মাথা রেখে
সুরেলা গানের নীল ছোয়ায়
আকাশের স্বর্গ হাতে পেয়েছি ।
একটি রাত ও ঘুমাইনি ।
এখনও সেই কন্ঠের সুর
হৃদয়ের অন্তপুরে
বেদনার সুর তোলে ।
একটি রাতও ঘুমাইনী !
তার সুরেলা কন্ঠের গান না শুনে ।
এখনও মধ্য রাতে
হৃদয়ের মনি কোঠায়
বেদনার সুর তোলে ।
হৃদয়কে করে ক্ষত বিক্ষত ।
অগ্নি উত্তাপে জ্বলে
মরুর যাত্রী হয়ে ভেসে চলেছি ।
আমাকে বেদনার প্রসবনে ফেলে
তুমি ছুটে চলেছো স্বর্গ সুখ প্রত্যয়ে ।
একটি রাত ও ঘুমাইনি ।
একাকি নিসঙ্গ কতকাল
রুদ্ধ চিলেকোঠার ঘরে
বন্দী সংগোপনে থেকেছি ,
দিনের আলো ও দেখা হয়নী ।
নির্ঘুম পেচার মতো
শূন্য আকাশে তাকিয়ে
তারার লুটোপুটি
আধারের ছায়াপথ দেখেছি !
একটি রাত ও ঘুমাইনি ।
স্মৃতির জানালায় দৃস্টি রেখে
হারানো সে সুরের মূর্ছনায়
ভেসে গিয়েছি !
একটি রাত ও ঘুমাইনি ।
তারার ছায়াপথ ,
জোস্না প্লাবিত রাতে
তার কোলে মাথা রেখে
সুরেলা গানের নীল ছোয়ায়
আকাশের স্বর্গ হাতে পেয়েছি ।
একটি রাত ও ঘুমাইনি ।
এখনও সেই কন্ঠের সুর
হৃদয়ের অন্তপুরে
বেদনার সুর তোলে ।
একটি রাতও ঘুমাইনী !
তার সুরেলা কন্ঠের গান না শুনে ।
এখনও মধ্য রাতে
হৃদয়ের মনি কোঠায়
বেদনার সুর তোলে ।
হৃদয়কে করে ক্ষত বিক্ষত ।
অগ্নি উত্তাপে জ্বলে
মরুর যাত্রী হয়ে ভেসে চলেছি ।
আমাকে বেদনার প্রসবনে ফেলে
তুমি ছুটে চলেছো স্বর্গ সুখ প্রত্যয়ে ।
একটি রাত ও ঘুমাইনি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন