নির্বুদ্ধ প্রেম
শেখ শফিউল বাসার
----------------------------------------------------
আজ কেন যেন মনটা এলোমেলে
উদাসী বাতাসের ছোয়া ভাসিয়ে নিয়ে যাচ্ছে
অতীতের অাবছায়ায়।
দিন দুপুরের সরব সময়ে -কেন যেন
মন্থর একটা সুরের প্রতিধ্বনী
নিরবে ডাকছে।
ব্যস্ত জীবনের কোলাহল ছেরে
নির্জিব ছায়া ঘেরা কোন পরন্ত বিকেলে
সবুজ ঘাসের বুকে সুয়ে
এলোমেলো জীবনের পাপড়ি গুলো
একটা একটা করে গুনতে ইচ্ছে করে।
কেন আজ দু জন দু পান্তে
মধ্যে প্রবাহমান বেদনার ছায়া।
চোখ বন্ধ করে খুজি নিস্তব্ধ নিরবতায়
কি ভুল ছিলো আমার।
বিবেকের ঘন্টায় কেন যেন একটা কথাই বাজে
আমি তোমার হাসির ভূবন স্তব্ধ করেছি
মনের কোনে বেদনার ঝড় তুলেছি,
বিষাদময় জীবনটাকে আরো করেছি
বিষাদের পূর্ন ভূমি।
আমি বুঝিনী আমার অবুঝ নির্বুদ্ধ প্রেম
তোমার আকাশে কালো মেঘের ছায়া একে দিবে
বাতাসে ভাসাবে বিষাদের মেঘমালা,
সেই মেঘেদের অন্তরালে লুটাবে তোমার সুখ।
আমি বুঝিনি তোমার বিষাদের কাব্যর
প্রতিটি অধ্যায়ের মর্মকথা,
জীবনের কাছ থেকে কিছুই পাওনী
যা পাওয়ার কথা ছিলো তাতো সেই কবেই
বিনে বাতাসে ভাসিয়ে নিয়ে গেছে
ছেলে খেলার তাসের ঘরের বৃত্তে।
নিজেকে আজ বড় অপরাধী মনে হয়
অনিচ্ছার দোল খেলায় গা ভাসিয়ে
কখন যে তোমায় ভাসিয়ে দিয়েছি
বেদনার জ্বলে।
এক দিকে তুমি অন্য দিকে আমি
অসম বাতাসের ছিলে ছোয়ায়
এলোমেলো জীবনের গতি পথে
ছিটকে পরেছি দুই প্রান্তে।
ক্ষমা করে দিও,
নিজের অপরাধ বোধ টুকু
নিজেকে কুড়ে কুড়ে খায়।
নিস্তব্ধ জীবনের গন্তব্যটা আরো
নিস্তব্ধতায় ঢেকে দিয়েছি বলে,
ক্ষমা করে দিও।
শেখ শফিউল বাসার
----------------------------------------------------
আজ কেন যেন মনটা এলোমেলে
উদাসী বাতাসের ছোয়া ভাসিয়ে নিয়ে যাচ্ছে
অতীতের অাবছায়ায়।
দিন দুপুরের সরব সময়ে -কেন যেন
মন্থর একটা সুরের প্রতিধ্বনী
নিরবে ডাকছে।
ব্যস্ত জীবনের কোলাহল ছেরে
নির্জিব ছায়া ঘেরা কোন পরন্ত বিকেলে
সবুজ ঘাসের বুকে সুয়ে
এলোমেলো জীবনের পাপড়ি গুলো
একটা একটা করে গুনতে ইচ্ছে করে।
কেন আজ দু জন দু পান্তে
মধ্যে প্রবাহমান বেদনার ছায়া।
চোখ বন্ধ করে খুজি নিস্তব্ধ নিরবতায়
কি ভুল ছিলো আমার।
বিবেকের ঘন্টায় কেন যেন একটা কথাই বাজে
আমি তোমার হাসির ভূবন স্তব্ধ করেছি
মনের কোনে বেদনার ঝড় তুলেছি,
বিষাদময় জীবনটাকে আরো করেছি
বিষাদের পূর্ন ভূমি।
আমি বুঝিনী আমার অবুঝ নির্বুদ্ধ প্রেম
তোমার আকাশে কালো মেঘের ছায়া একে দিবে
বাতাসে ভাসাবে বিষাদের মেঘমালা,
সেই মেঘেদের অন্তরালে লুটাবে তোমার সুখ।
আমি বুঝিনি তোমার বিষাদের কাব্যর
প্রতিটি অধ্যায়ের মর্মকথা,
জীবনের কাছ থেকে কিছুই পাওনী
যা পাওয়ার কথা ছিলো তাতো সেই কবেই
বিনে বাতাসে ভাসিয়ে নিয়ে গেছে
ছেলে খেলার তাসের ঘরের বৃত্তে।
নিজেকে আজ বড় অপরাধী মনে হয়
অনিচ্ছার দোল খেলায় গা ভাসিয়ে
কখন যে তোমায় ভাসিয়ে দিয়েছি
বেদনার জ্বলে।
এক দিকে তুমি অন্য দিকে আমি
অসম বাতাসের ছিলে ছোয়ায়
এলোমেলো জীবনের গতি পথে
ছিটকে পরেছি দুই প্রান্তে।
ক্ষমা করে দিও,
নিজের অপরাধ বোধ টুকু
নিজেকে কুড়ে কুড়ে খায়।
নিস্তব্ধ জীবনের গন্তব্যটা আরো
নিস্তব্ধতায় ঢেকে দিয়েছি বলে,
ক্ষমা করে দিও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন