সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬

তুমিও আমাকে পোড়াও

তুমিও আমাকে পোড়াও
শেখ শফিউল বাসার
------------------------------------

শোন মেয়ে তোমার প্রেম আমাকে পোড়ায়
তোমার বিরহ আমাকে পোড়ায়
তুমিও আমাকে পোড়াও,
আমি যে পুড়ে পুড়ে একাকার।

ভালোবাসী বলেই কি এতোটা দগ্ধতায়
ভিতর পোড়ায়, বাহির পোড়ায়
আলোতে পোড়ায়, অন্ধকারে পোড়ায়,
জীবনের সমিকরনে সবটুকু পোড়ায়।

স্বপ্নিল রাতের অন্ধকারের হাতছানিতে
তোমার প্রেম প্রখরতার মায়া
আমাকে বানায় পথের বিবাগী।

শোন মেয়ে তোমাকে ভালোবাসী বলেই
তোমার প্রেম বুকে সই
বিরহ বুকে সই
বেদনা বুকে সই।

তোমার প্রেমময়তার বিষাদ সিন্ধু বুকে চেপে
বেদনার করিডোরে বাসা বেধে,
নিঃসঙ্কোচে শত অবহেলা  সয়ে
পথের বিবাগী  হয়ে পথে, পথেই চেয়ে রই।

শোন মেয়ে তোমাকে ভালোবাসী বলেই
কারনে কাঁদি, অকারনে কাঁদি
রাতের বুকে মূখ লুকিয়ে নিরবে কাঁদি,
চোখের জ্বলে অবিরত অবিরাম ভাসি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন