শেখ শফিউল বাসার
--------------------------------------
যদি একটা প্রহর আমার হতে
তবে হাজারো পৃথিবীর সবটুকু প্রেম
তোমার পায়ে সপে দিয়ে
কাব্যিক কাব্যর সমস্ত পংঙ্কিতে
প্রেমময়তায় প্রতিটি বর্নে,
তোমাকে হৃদয়ে বেধে নিতাম।
চন্দ্র প্রখরিত রুপালী আলোর
স্নিগ্ধ মূখরতার সান্নিধ্যে
তোমাকে ভাসিয়ে দিতাম।
হাজারো পুস্পের সুবাসিত
সুবাসের ছোয়ায় মনের পালঙ্ক পেতে
তোমাকে সাজিয়ে দিতাম।
ক্ষনিকের প্রহরটাকে হৃদয়ের
আলনায় সাজিয়ে মৌনতার ময়ুর
ক্রমাগত নির্জনতার নির্নিমেষ
আউলা বাউলা প্রেম সমাচারে
অস্তিত্বের সবটুকু লুটিয়ে
তোমাকেই ভালোবাসতাম।
--------------------------------------
যদি একটা প্রহর আমার হতে
তবে হাজারো পৃথিবীর সবটুকু প্রেম
তোমার পায়ে সপে দিয়ে
কাব্যিক কাব্যর সমস্ত পংঙ্কিতে
প্রেমময়তায় প্রতিটি বর্নে,
তোমাকে হৃদয়ে বেধে নিতাম।
চন্দ্র প্রখরিত রুপালী আলোর
স্নিগ্ধ মূখরতার সান্নিধ্যে
তোমাকে ভাসিয়ে দিতাম।
হাজারো পুস্পের সুবাসিত
সুবাসের ছোয়ায় মনের পালঙ্ক পেতে
তোমাকে সাজিয়ে দিতাম।
ক্ষনিকের প্রহরটাকে হৃদয়ের
আলনায় সাজিয়ে মৌনতার ময়ুর
ক্রমাগত নির্জনতার নির্নিমেষ
আউলা বাউলা প্রেম সমাচারে
অস্তিত্বের সবটুকু লুটিয়ে
তোমাকেই ভালোবাসতাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন