শেখ শফিউল বাসার
অবশিষ্ট একমাত্র প্যান্টটাকেও
পিপড়ায় কেটে ফেলেছে,
হাতের মুঠোয় চেপে ধরে
মৃদু হাসলাম, একদিকে কারো শূন্যতা
হৃদয় কাটে,আর পিপড়া.....????।
শূন্য রিক্তহৃদয় কাটা বেদনার ছবিগুলো
অন্তর পাড়ায় বির্ভস্য দাবানল জ্বেলে
জালিয়ে পুড়িয়ে করে ছারখার।
সময়ের খেলা ঘরে বেদনার বাঁশিগুলো
বিরহের বিধুর ময়তায়
অন্তরের সমষ্টি কোনে
বিন্দু বির্সগে বিরহের ঝড় তোলে।
সময়টা বড়ই অসময়ের ভেলায় দোলে,
ক্ষয়ে ক্ষয়ে যায় অন্তর বৃত্তের মাঝে
আত্ত্বার হৃদ স্পন্দন।
মনের স্বপ্নিল কোনে বেদনাময় সত্বায়
অসংখ্য তির্যক পেড়েক পুড়ে,
এটেছি মনের ছুটে চলা।
বিবেকের হাতে কড়া লাগানো
বিদ্ধস্থ মনের সমিকরনটা
আবদ্ধ করেছে সবটুকু।
অন্তর কাটা বেদনার দাগগুলো
স্মৃতির সূতোয় একটু একটু করে টান পড়ে।
বিবেকের বিদ্ধস্থ ব্যালকুনিতে
কারো মায়ময় হাসির প্রতিচ্ছবি
হৃদয়ের তম্রপটে কস্টের ঝড় তোলে।
বেদনার রোধনে পরে থাকা এই
অসহায় হৃদয়ের প্রতিচ্ছবিতে
ভুল করেও কি একটু মায়া জাগে,
খুভ জানতে ইচ্ছে করে।
অবশিষ্ট একমাত্র প্যান্টটাকেও
পিপড়ায় কেটে ফেলেছে,
হাতের মুঠোয় চেপে ধরে
মৃদু হাসলাম, একদিকে কারো শূন্যতা
হৃদয় কাটে,আর পিপড়া.....????।
শূন্য রিক্তহৃদয় কাটা বেদনার ছবিগুলো
অন্তর পাড়ায় বির্ভস্য দাবানল জ্বেলে
জালিয়ে পুড়িয়ে করে ছারখার।
সময়ের খেলা ঘরে বেদনার বাঁশিগুলো
বিরহের বিধুর ময়তায়
অন্তরের সমষ্টি কোনে
বিন্দু বির্সগে বিরহের ঝড় তোলে।
সময়টা বড়ই অসময়ের ভেলায় দোলে,
ক্ষয়ে ক্ষয়ে যায় অন্তর বৃত্তের মাঝে
আত্ত্বার হৃদ স্পন্দন।
মনের স্বপ্নিল কোনে বেদনাময় সত্বায়
অসংখ্য তির্যক পেড়েক পুড়ে,
এটেছি মনের ছুটে চলা।
বিবেকের হাতে কড়া লাগানো
বিদ্ধস্থ মনের সমিকরনটা
আবদ্ধ করেছে সবটুকু।
অন্তর কাটা বেদনার দাগগুলো
স্মৃতির সূতোয় একটু একটু করে টান পড়ে।
বিবেকের বিদ্ধস্থ ব্যালকুনিতে
কারো মায়ময় হাসির প্রতিচ্ছবি
হৃদয়ের তম্রপটে কস্টের ঝড় তোলে।
বেদনার রোধনে পরে থাকা এই
অসহায় হৃদয়ের প্রতিচ্ছবিতে
ভুল করেও কি একটু মায়া জাগে,
খুভ জানতে ইচ্ছে করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন