বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

শিরোনামহীন

শিরোনামহীন
শেখ শফিউল বাসার
-----------------------------------------------------
মাগো তোমার আদরের ছেলেটা- আজ
কারো অনাদরে বেদনার প্রসবনে
মূখ লুকিয়ে কাঁদে।

অশ্রু গঙ্গার প্রবাহমান জলস্রোতের
ভাসমান জল খেয়ায়
মূখ লুকিয়ে কাঁদে গো মা।

অসহায় আর্তনাদে হৃদয়ের গালিচা
হয় ফেটে চৌচির কতো শত,
মন পোড়া আগুনে দগ্ধ হয়ে
হৃদয় পোড়ে  মা।

কে যেন আমার হৃদয়ে বসে
হৃদয়টা কাটে, কুঞ্চী কুঞ্চী করে কাটে
ক্ষত বিক্ষত হৃদয়ে লবন ছিটে,
অসহায় বেদনা বুকে চেপে
নিদারুন  কস্ট তিব্রতায়
চিৎকারে কাঁদে মা।

কি যেন এক অসম বৃত্ত
আমাকে নিয়ে যায় দগ্ধ বাতায়নে
অগ্নি প্রবাহিত লেলিহান শিখায়।
অদেখা অগ্নি ঝড়ে বিদ্ধস্থ করে
জীবনের সকল গন্তব্য,
আমাকে পোড়ায় বেদনার বিন্দাবনের
শুক্ল তেপান্তরে মা।

নেশাচর, নেশাকর জীবনের পরিনামে
দূর্বার বেগে ছুটে ছুটে
অস্তমিত রবির গোধলী আলোয়
নিজেকে লুটাবো বলে ছুটছি মা।

কারো অনাদর অবহেলা
আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে
বেদনার তেপান্তরে অগ্নি দহনে
অগ্নি বলয়ে মা।

বেদনার প্রসবন বুকে চেপে
মন্থর গতিতে পায়ে ছুটতে
আজ যে পারিনা মা।

রাতের আকাশের তারা গুনে
অশ্রু জ্বলে বুক ভিজিয়ে
মরন নেশার উন্মাদ বানে
হৃদয় যে পোড়ে মা।

তোমার আদরের সেই ছেলেটা
নিজেকে ক্ষয়ে শেষ করে দিচ্ছে মা।
কেউ যানেনা কেউ বোঝেনা
সময়ের অবহেলায় একদিন
চির শান্ত হয়ে যাবো মা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন