সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬

শিরোনামহীন

শিরোনামহীন
শেখ শফিউল বাসার
----------------------------------------

ভুলতো যা হবার হয়ে গেছে
তাকেতো মূছে ফেলা সম্ভব নয়,
তবে সংশোধনের সুযোগ তো আছে???

যদি উদারতার উদহরন দাও
তবে সবটুকু ভূলের
মিলের অমিলের দাগটুকু মূছে
একটা সমরেখায় পৌছতে পারি।

তোমার মানবিক হৃদয়টা
আমার জন্য কাঁদে আমি তা বুঝতে পারি,
কিন্তু তুমি সিমানা প্রাচিরের দেয়াল টপকে
যেতে চাওনা তাও বুঝি।

আমি মরে যাই তাও তুমি চাইবেনা।
তুমি কস্টে থাকো তাও আমি চাইবোনা।

এক পাশে আমি পুড়ি অন্যপাশে
তোমার কস্টের অনুভূতি।
দুজন দু প্রান্তে বেদনার অনুভূতিতে।

এসোনা সব ভুলে ধুয়ে মুছে
বন্ধুত্বের বৃত্তে দাড়াই।

একটা জনম ইতো দেখতে দেখতে
ঢেড় কেটে যাবে। একটু গল্প, হাসি
আনন্দ,কস্ট ভাগাভাগিতে।

কথা দিতে পারি যদি ফিরে এসো
বন্ধুত্বের নতুন ভূবনে
সমস্ত বিশ্বাস আস্থা আগলে ধরে বলবো
বিশ্বাসের অর্মযাদা হবেনা কোন দিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন