মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬

ছায়াদের মেঘ পথে

শেখ শফিউল বাসার

আকাশের বুকে তারাদের মাঝে
কতো শতো দৃস্টির ভাজে
একটা ছবি বারেবারে দেখি।

হাজার জনমের চেনা প্রিয় মূখ আমার
হাসির ছায়ায় পুলকিত মনের
যত্রতত্র আনন্দ সমাহারে
হৃদয়ের সুনিল সীমারেখায়
একটি মূখচ্ছবি পুশি।

আদি অনন্তর সব অভিলাশ
ছরায়েছি তার অভিশারে
জন্মান্তরের সবটুকু প্রেম পংঙ্কিতে
বেধে রেখেছি আত্ব দ্বারে

চোখের দৃস্টির মনের ভাবনার
প্রতিটি সত্বার গহবরে
তোমারি বিচরনের অবারিত
দিপ্ত পালকের প্রতিটি স্পর্শ
ভাসায় আনন্দ নীড়ে।

আকাশের আড়ালে ছায়াদের মেঘ পথে
যখনি হারিয়ে যায় তোমারী ছবি
আমি বিষাদের ছায়াবনে নিথর
 মনের কঙ্কাল হয়ে ভেসে যাই
বেদনা বিধুরিত অরন্য পথে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন