মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬

মন ভালো নেই

শেখ শফিউল বাসার

কেন যেন কোন কিছুই ভালো লাগেনা
বিন্দু হতে বির্সগ সব কিছুতেই
একটা অস্থির বিরক্তি মনের আকাশটাকে
নীল মেঘে ঢেকে রেখেছে।

গগনের বুকে উদিত সূর্যে টাকেও
কেমন যেন মলিন নিস্প্রান মনে হয়,
উড়ে চলা বলাকা গুলো কেমন যেন
নিস্তেজ নিথর ডানা উড়ে চলে।

বাতাসের বয়ে চলাটাও ছন্দহীন
ফুলের সুভাশটাও গন্ধহীন
প্রকৃতিও রুপটাও বহ্নিল অগোছালো।

সমুদ্রের প্রবাহিণী জলরাশি গুলো
অনেকটাই স্থবির ম্লান নয়নে
বেদনার প্রতিচ্ছবি নিয়ে দাড়িয়ে।

আমার মনের আকাশে এক টুকরো কালো মেঘ
অাকাশের বুকে মেঘেদের অন্তরালে
বৃস্টিস্নাত হয়ে ঝড়ে পরে হৃদয় গহিনে।
ভিজিয়ে দেয় চোখের পাপড়ি
বুকের প্রসস্ত জমিন।

কারো কথা কারো ছবি হাসির প্রতিধ্বনী
মনের কোনে দাগ কেটে দিয়ে যায়,
বিরহী বেদনার দাবানলে পুড়েও যে সুখ লাগে।

আমারি  মতো আকাশের মন ভালো নেই
কারো কথা মনে করে এলোমেলো নয়নে
প্রতিক্ষিত কারো মায়া মূখ দেখবে বলে
অজস্র অপেক্ষায় উদাসী মনে
হৃদয়ের ব্যালকুনিতে উকি মাড়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন