মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬

সেদিনের মতোই

শেখ শফিউল বাসার

সেই গানটা শুনে সেদিনের মতোই
এখনো অঝর নয়নে কাঁদছি,
মুঠো ফোনের কম্পিত সুরের
সেই বিরহী সুরধারা করেছে অসহায়
কাঁদিয়েছে অঝর নয়নে
ভাসিয়েছে বিরহ ভেলায়।

আবেগী মনের উদার জমিনে
ছাঁই পোড়া কস্টের বহ্নিল শিখা
প্রজ্জলিত অগ্নি দহনে করেছে
নিস্পেসিত মনের সত্বা।

তুমিহীন মনের গহীন প্রান্তরে
বেদনার সারথি গুলো
প্রলুদ্ধ করেছে অসহায় মিছিলে
যুক্ত করেছে আর্ত -আর্তনাদ।

উপেক্ষিত প্রেমের অগ্নি বরশা গুলো
বিদ্ধ করেছে সুক্ষ মনের সূতিকায়
ফেটেছে  অন্তর, ঝড়েছে অশ্রু
কেঁদেছে নয়ন আর্তচিৎকারে।

আজো কাঁদি একাকী কাঁদি
নিরব রাতের আধার প্রান্তে,
বেদনার মশাল মনের কোনে জ্বেলে
অগ্নিদাহ অগ্নিরথে পুড়ে  একাকার
মনের সুক্ষ ভূমি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন