মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬

আমাকে মুক্ত করো

শেখ শফিউল বাসার

তুমি আমার ভিতর হতে
কলিজাটা টেনে বের করে
টুকরো টুকরো করো কাটো,
ছিন্ন বিচ্ছিন্ন করো অস্তিত্বের সবটুকু
তারপর খাদ্যো বানাও
চিল শকুনের।

অন্তর টাকে টেনে বেড় করে
কাটার আঘাতে ক্ষত বিক্ষত করে
নিস্পেশিত করো সমস্ত ভাবনা।

হৃদয়টাকে টেনে বের করে
বেদনার পাথর চেপে
পিষ্ঠ করো তপ্ত তিক্ততায়,
মূছে দাও হৃদয়ের সবটুকু প্রেম।

মন টাকে টেনে বের করে
বিরহের অনলে পুড়ে পুড়ে
বানিয়ে দেয় সর্ব পোড়া কয়লা।

আমার সবটুকু অস্তিত্ব
নিশ্চিহ্ন করে আমাকে মুক্ত করো
এই বেদনায় পোড়া জীবনের প্রতিচ্ছবি থেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন