মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬

নিরব কান্না তুমি দেখনি

শেখ শফিউল বাসার

গভীর রাতের নিরব কান্না গুলো
তুমি দেখনি, কেন একটা মানুষ
অশ্রুসজল নয়নে একাকি মুখ লুকিয়ে
নিরবে নির্ভিতে কাঁদে।

বুকে চাপা বেদনার অার্তনাদ গুলো
মনের কোনে বেদনার নীড় বানিয়ে!
অসহায় জীবনে ধুকরে ধুকরে কাঁদে।
অন্তর পোড়া কস্টের অদৃশ্য ধুয়া গুলো
স্তব্ধ করে বিবেকের জানালা,
দগ্ধ করে হৃদয় পোড়া হৃদয়ের বাতায়ন।

তুমিকি বলতে পারো কেন আমার এ কস্ট
কেন আমি নির্ঘুম একাকি কেঁদে কেঁদে
রাতের আকাশের হুতুম পেচার মতো
মগ ডালের এক কোনে বসে
ক্ষয়ে যাওয়া অন্তর নিয়ে
তোমার বিরহী  প্রেম সংহারে
বেদনার বুকে মূখ লুকিয়ে কাঁদি।

চোখের কোনে তোমার হাতের স্পর্শে দেখো
ঝড়ে যাওয়া অস্রু গুলো কতোটা অধির নয়নে
তোমারী প্রতিক্ষায় প্রহর গুনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন