মনের ক্যানভাসে
শেখ শফিউল বাসার
----------------------------------
সব থেকেও কি যেন একটা নেই,
সারাদিন মনের করিডোরে
তার ছায়াটা উকি মাড়ে।
মনের ক্যানভাসের সবটুকুতেই
তার ছবি আঁকা।
একদিকে পৃ্থিবী অন্যদিকে সব কিছু হলেও
দুটা প্রান্তর যোগফলই শূন্য।
শূন্যতার বৃত্তে আবদ্ধ জীবন
মনের কোনে ছায়া মেঘগুলো খেলা করে
ভিজিয়ে দেয় অন্তরের কার্নিস।
নিউরোনের সুক্ষ কনিকা গুলোর
সমস্ত অবয়বে তার অস্তিত্ব বিদ্যমান,
প্রতিটা কনিকার ছত্রে মিশে একাকার
তার সমস্ত সত্বা।
বিবেকের অবিরত দহন
আমাকে করে সর্বহারা আর্তনাদের
কান্না স্নাত ভেজা মিছিল।
রাস্তার পাশে দাড়ানো ভংঙ্গুর ল্যাম্পপোস্টের
খুটির মতো দাড়িয়ে লোনায় ক্ষয়ে ক্ষয়ে
মিশে যাবো অদৃশ্য অবলিলায়।
তখনো মনের বহৃীল তেপান্তরে
মিশে রবে তোমার ছবির সমস্ত অবয়ব
হাসির ঝলকানি,কন্ঠের মায়াবীয়তা।
একটা জনম নয়, হাজারটা জনম ধরে
তোমাকে ভালোবেসে যেতে চাই।
অন্তক্ষরায় পুড়ে দগ্ধ নিস্পেসিত হয়েও
তোমাকে ভালোবেসে যেতে চাই।
শেখ শফিউল বাসার
----------------------------------
সব থেকেও কি যেন একটা নেই,
সারাদিন মনের করিডোরে
তার ছায়াটা উকি মাড়ে।
মনের ক্যানভাসের সবটুকুতেই
তার ছবি আঁকা।
একদিকে পৃ্থিবী অন্যদিকে সব কিছু হলেও
দুটা প্রান্তর যোগফলই শূন্য।
শূন্যতার বৃত্তে আবদ্ধ জীবন
মনের কোনে ছায়া মেঘগুলো খেলা করে
ভিজিয়ে দেয় অন্তরের কার্নিস।
নিউরোনের সুক্ষ কনিকা গুলোর
সমস্ত অবয়বে তার অস্তিত্ব বিদ্যমান,
প্রতিটা কনিকার ছত্রে মিশে একাকার
তার সমস্ত সত্বা।
বিবেকের অবিরত দহন
আমাকে করে সর্বহারা আর্তনাদের
কান্না স্নাত ভেজা মিছিল।
রাস্তার পাশে দাড়ানো ভংঙ্গুর ল্যাম্পপোস্টের
খুটির মতো দাড়িয়ে লোনায় ক্ষয়ে ক্ষয়ে
মিশে যাবো অদৃশ্য অবলিলায়।
তখনো মনের বহৃীল তেপান্তরে
মিশে রবে তোমার ছবির সমস্ত অবয়ব
হাসির ঝলকানি,কন্ঠের মায়াবীয়তা।
একটা জনম নয়, হাজারটা জনম ধরে
তোমাকে ভালোবেসে যেতে চাই।
অন্তক্ষরায় পুড়ে দগ্ধ নিস্পেসিত হয়েও
তোমাকে ভালোবেসে যেতে চাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন