বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

অগ্নি নিক্ষেপ করো

অগ্নি নিক্ষেপ করো
শেখ শফিউল বাসার
--------------------------------

আমার হৃদয়ে অগ্নি নিক্ষেপ করো
ঝলসে দাও ভিতরের সবটুকু
অন্তর সত্বার সমস্ত  অস্তিত্ব।

মনের কোনে জমে থাকা
তোমার স্মৃতির অবয়বের তানপুড়ায়
যেখানে লুকায়িত তোমার ছবির প্রতিচ্ছবি
সারাটিদিন মুক্তমনে দোল খেলে,
সেখানে অগ্নি নিক্ষেপ করো
ক্ষত বিক্ষত করো অন্তরের
বহ্নিল তপ্ত পিঞ্জর।

প্রেম সত্বার আদিআলয়ে
যেখানে আত্বার বাঁধনে বেধে
তোমাকে ভালোবেসেছি
সেখানে অগ্নি নিক্ষেপ করো
ধ্বংশ করো প্রেমের নিরন্তন চিহ্ন।

আমার অবয়বের অস্তিত্বে
অগ্নি নিক্ষেপ করো
জালিয়ে পুড়িয়ে ছারখার করো
নিঃশ্বেষ করো আমার সমস্ত অস্তিত্ব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন