মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬

জীবন ও বাস্তবতা

শেখ শফিউল বাসার

এক জীবনে কতো কিছু যে সইতে হয়
কখনও রোদ কখনও বৃস্টি
কখনো প্রখর  তম প্রচন্ড খড়া।

কখনো আলোর ছুটাছুটি
কখনও অন্ধকারের দৌব্য প্রকাশ
কস্টের ভেলায় জীবনের চাবিকাঠি
নিয়ে যায় অস্তমিত অন্ধনিকুঞ্জে।

কখনও বিষাদের সপ্ত রং
বেদনার ডানা মেলে ময়ুরের পাখায়।
ভাসিয়ে নিয়ে যায় নিল হিমাদ্রীর
ঢেউ তোলা আকাশের গায়।

জীবনের কঠি
ব্যাকরনের ভাজগুলো
তাল মাতাল করে মনো বৃত্ত।
প্রিয় কোন প্রিয় মানুষের এড়িয়ে চলা
পথের গন্তব্য গুলো বুঝিয়ে দেয়
সময় বড়ই কস্টের।
কতো শত কস্টে পোড়া হৃদয়ের ছবিগুলো
হাসির অন্তরালে লুকিয়ে
মুচকি হেসে বলি ভালোই আছি।
হায়রে জীবন হায়রে প্রেম
তোর অগ্নিবারতায় পুড়ে
হয়ে যাচ্ছি নিঃশ্বেষ।
তারপরেও বারে বারে কারনে অকারনে
তোর কাছেই ফিরে আশি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন