সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬

দিনগুলো আর কাটেনা

দিনগুলো আর কাটেনা
শেখ শফিউল বাসার
---------------------------------------

আমার দিনগুলো এখন আর কাটেনা
রাতগুলোও অসহায় চোখে
হুতুম পেচার মতো  আকাশের পানে তাকিয়ে
অশ্রু সজল নয়নে বোবা কান্নার বৃস্টি স্নাত রাতে
নিরবে নির্ভিতে কাঁদে।
প্রতিটি দিন প্রতিটি মুহুর্ত মনের মনো আত্বায়
বিষাক্ত ছুড়ির তির্যক আঘাত
অন্তরটাকে করে ক্ষত বিক্ষত।
অন্তর পোড়া বেদনার নিল কষ্ট গুলো
একটু একটু করে প্রতিটি মুহুর্ত
জালিয়ে পুড়িয়ে করে ছারখার।
বিদ্ধস্থ বিবেকের অগ্নিদহনে পুড়ে পুড়ে একাকার
অন্তর নামের অদৃশ্য সত্বা,
বেদনার দংশনে মর্মাহত জীবনের প্রতিচ্ছবি
পাথরের আড়ালে লুকানো কস্টের তিব্রতা সম
বেদনার পাহাড়কেও পরাস্থ করে।

প্রতিটি মুহুর্ত বিষের বীনে আন্দোলীত করে দংশনে  ক্ষয়ে যাওয়া অন্তর বৃত্ত।
আমি যে আর পারছিনা, বিষের বানটাকে
মনের পিঞ্জরে আগলে রাখতে।
সময়ের প্রতিটি মুহুর্তে বেদনার তির্যক ছুড়িটা
একটু একটু করে কাটে কলিজা।
তুমি কি বোঝনা তুমিহীন বেদনার দাবানলগুলো
অন্তরটাকে পুড়িয়ে করছে ছাঁই কয়লা।
অসহায় চোখে অশ্রু প্লাবিত নয়নে
গন্তব্যহীন জীবনের পথে ভুল করেই ভেলা ভাসাই ছুটে যাই তুমিহীন তোমার মনের বাকে।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন