তোমার স্মৃতিটা
শেখ শফিউল বাসার
------------------------------------------
এইতো সেদিন যেদিন তোমার স্মৃতিটা
হৃদয়ের তম্রপটে অগ্নিবীণার মশাল জালিয়ে
পুড়ে পুড়ে একাকার করেছিলো সুক্ষ মনের ভূমি।
তাপিত বেদনার লেলিহান শিখাগুলো
অগ্নিস্ফুলিঙ্গ হয়ে ক্ষয়ে ক্ষয়ে পুড়েছিলো
মনের কোমল প্রান্তর।
হৃদয় পোড়া বেদনার অন্তমূতিগুলো
দ্রোহের অগ্নিবাঁশী হয়ে বেজেছিলো,
জালিয়ে একাকার করেছিলো হৃদয়ের ব্যালকুনি
হৃদয়ের সুক্ষতটে কর্কটময় পাথরের
বজ্র আঘাতে জর্জরিত দেহের
ব্যাথিত অন্তমূতির প্রতিচ্ছবির মতো
একাকি কাঁদিয়েছে।
অসহায় চোখের আকুতিগুলো
অশ্রুশিক্ত বেদনার লোনাজ্বল হয়ে
ঝড়াপাতার মতো পরেছিলো হৃদয়ের তটে।
অসহ্য বেদনার ছায়াপথে একাকি হেটে
আর্ত্নচিৎকারে কেঁদেছিলাম,
অসহায় হৃদয় শান্তনার বানী গুলো
নিরব দর্শকের মতো শ্রবন করে
কাটিয়েছিলো সে সময়।
তুমি কি বলতে পারো কখন একটা মানুষ কাদে??
শেখ শফিউল বাসার
------------------------------------------
এইতো সেদিন যেদিন তোমার স্মৃতিটা
হৃদয়ের তম্রপটে অগ্নিবীণার মশাল জালিয়ে
পুড়ে পুড়ে একাকার করেছিলো সুক্ষ মনের ভূমি।
তাপিত বেদনার লেলিহান শিখাগুলো
অগ্নিস্ফুলিঙ্গ হয়ে ক্ষয়ে ক্ষয়ে পুড়েছিলো
মনের কোমল প্রান্তর।
হৃদয় পোড়া বেদনার অন্তমূতিগুলো
দ্রোহের অগ্নিবাঁশী হয়ে বেজেছিলো,
জালিয়ে একাকার করেছিলো হৃদয়ের ব্যালকুনি
হৃদয়ের সুক্ষতটে কর্কটময় পাথরের
বজ্র আঘাতে জর্জরিত দেহের
ব্যাথিত অন্তমূতির প্রতিচ্ছবির মতো
একাকি কাঁদিয়েছে।
অসহায় চোখের আকুতিগুলো
অশ্রুশিক্ত বেদনার লোনাজ্বল হয়ে
ঝড়াপাতার মতো পরেছিলো হৃদয়ের তটে।
অসহ্য বেদনার ছায়াপথে একাকি হেটে
আর্ত্নচিৎকারে কেঁদেছিলাম,
অসহায় হৃদয় শান্তনার বানী গুলো
নিরব দর্শকের মতো শ্রবন করে
কাটিয়েছিলো সে সময়।
তুমি কি বলতে পারো কখন একটা মানুষ কাদে??
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন