শেখ শফিউল বাসার
-----------------------------------------------------
আজ আমি সেরা অসহায়দের একজন
নিস্ফল প্রেমের আধটুকু ছায়া
বৈরি বাতাসের আদম্য প্রলয়ে
ভাসিয়ে নিয়ে গেছে প্রেম সমাচারের
সবটুকু সুখ।
অস্তিত্বের আকাশে অস্তমিত রবির
সন্ধা লগনের গুধলী আধার
ছায়াপথ মেলে গুটিয়েছে একার সেকার।
আধারের নিকুঞ্জকানন
বেদনার ষোলনলে বাজে বিরহের সুরে
দ্রোহের বাঁশী।
যে প্রেম বিলিয়েছি নিজের অগোচরে
সেই প্রেম রক্ত রংঙ্গের বিক্ষত সমাচারে
ক্ষয়েছে হৃদয় অন্তর কলিজা।
তার ছায়াটা অদৃশ্য মেঘেদের অন্তরালে
লুকিয়ে কোন বাদলের বনে খেলা করে।
তার বিরহে বিদগ্ধ নগরীর ক্ষয়ে যাওয়া
সবটুকু সমস্টিতে জ্বলে মরি।
এ কেমন প্রেম আমার
পাথরের বুকে বুক চেপে, অসহায় জীবনের
অন্তর পোড়া বিক্ষত রুপ নিয়ে
নিরবে নির্ভিতে কাঁদে।
-----------------------------------------------------
আজ আমি সেরা অসহায়দের একজন
নিস্ফল প্রেমের আধটুকু ছায়া
বৈরি বাতাসের আদম্য প্রলয়ে
ভাসিয়ে নিয়ে গেছে প্রেম সমাচারের
সবটুকু সুখ।
অস্তিত্বের আকাশে অস্তমিত রবির
সন্ধা লগনের গুধলী আধার
ছায়াপথ মেলে গুটিয়েছে একার সেকার।
আধারের নিকুঞ্জকানন
বেদনার ষোলনলে বাজে বিরহের সুরে
দ্রোহের বাঁশী।
যে প্রেম বিলিয়েছি নিজের অগোচরে
সেই প্রেম রক্ত রংঙ্গের বিক্ষত সমাচারে
ক্ষয়েছে হৃদয় অন্তর কলিজা।
তার ছায়াটা অদৃশ্য মেঘেদের অন্তরালে
লুকিয়ে কোন বাদলের বনে খেলা করে।
তার বিরহে বিদগ্ধ নগরীর ক্ষয়ে যাওয়া
সবটুকু সমস্টিতে জ্বলে মরি।
এ কেমন প্রেম আমার
পাথরের বুকে বুক চেপে, অসহায় জীবনের
অন্তর পোড়া বিক্ষত রুপ নিয়ে
নিরবে নির্ভিতে কাঁদে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন