মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬

প্রমান করে দিতাম, কতোটা ভালোবাসী

শেখ শফিউল বাসার
---------------------------------------------------------

যদি কোন মেশিনে তোমাকে ভালোবাসার
পরিমানটা পরিমাপ করা যেত
তবে প্রমান করে দিতাম
আমার চেয়ে কেউ বেশী
তোমাকে ভালোবাসেনি।

সমস্ত সত্বার সমস্ত প্রেমের
প্রতিটি উপাখ্যানের প্রতিটি বর্ণ ঘিরে
তোমাকে ভালোবেসেছি।

মনো অস্তিত্বের সবটুকু
আকাশ পাতাল ব্যবধানের
মধ্যে : সমস্ত সিমানা ভালোবাসায় পূর্ন করে
একটা বিস্তৃত প্রেমের ভূবন গড়ে
তোমাকে ভালোবেসেছি।

আমি তোমাকে নিজের পৃ্থিবী বানিয়ে
দরিদ্রের গুছালো কুটিরের  মতো
স্বপ্নের সবটুকু রং দিয়ে
একক সত্বায় সাজিয়েছি।

যদি প্রমান করার সুযোগ পেতাম
তবে প্রতিটি রক্তবিন্দু দিয়ে
বুঝিয়ে দিতাম কতোটা ভালোবেসেছি।

যদি তুমি নিরপেক্ষতার মানদন্ডে পরিমাপ করো
তবে  তুমিই বুঝতে পারবে
কতোটা তোমাকে ভালোবাসী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন