মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬

তুমি কি আমার পৃ্থিবী হবে

শেখ শফিউল বাসার

তুমি কি আমার পৃথিবী হবে
শূন্যতার বনস্পতির আধো আড়ালে
ছুয়ে যাওয়া নীল মেঘের বহ্নিল অন্তরালে।

মৌসুমি পাখিদের ডানায়
পালকে অাবৃত গগন গহীনে
নিদারুন ছুটে চলা
প্রেইরীর সবুজ উদ্যানে।

তুমি কি আমার পৃ্থিবী হবে
জোছনার রুপালী রাতে
স্নিগ্ধকর সুখের অনুভূতি,
মৌনতার ময়ুর রুপের পেখম মেলে
অসম নৃত্বের সোনালী অসুখে।

তুমি কি আমার পৃ্থিবী হবে
তুষারের গহীন বরফ জমা গড়কলে
শতাব্দীর কোন প্রেমকাব্যর
প্রকাশিত উচ্ছল শিরোনামে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন