মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬

কে যেন ডেকে নেয়

শেখ শফিউল বাসার

কে যেন ঐ পথের ধারে
সম্মূখ প্রান্তরে দাড়িয়ে
মনের টানে ডেকে যায়
নিয়ে যায় মন হারা মনের তানে।

শূন্যতার বুকে জরানো
নীল কাব্যর তুষার গহীনে
বেদনার বেনোজলে অস্থির পাখিরা
নিবিড় ছায়ানটে ঘর বাধে।

কে যেন ডেকে নেয়
সোনালী অসুখের অনন্য দুপুরে
যেখানে বলাকারা দুই পায়ে
পালক ডানায় মৃদু স্নান করে
স্বপ্নের অববাহিকায় নীড়ে ফিরে।

অদৃশ্য সুক্ষ সূতিকার
নিবিড় প্রেম উদ্যানে
কোন পালকের অন্তরালে
হৃদয়ের ছায়ায়  মনের ঘরে বাধা,
অদৃষ্ট কাব্যর অলেখা ইতিবৃত্তে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন