শেখ শফিউল বাসার
আমার অন্তর তুমি
তোমাকে ছারা কি করে একেলা
স্রোতের শেওলার মতো ভেসে ভেসে
একাকি গন্তব্যহীন হয়ে বাঁচবো।
তুমিতো আমার হৃদপিন্ড,
প্রতিটি স্পন্ধনে
রক্ত সঞ্চালনের গতি বিধির
সবটুকু সত্বা জুরে তোমার অস্তিত্ব
তোমাকে ছারা কি করে বাঁচবো।
আমার মন তুমি
সমস্ত চিন্তার বহ্নিল আকাশ জুরে
বিদ্যমান ভাবনার দিঘল প্রান্তরের
সব টুকু ছায়া তুমি,
তোমাকে ছারা কি করে বাঁচি।
আমার হৃদয়ের সবটুকু কলিজা তুমি
আমার বেচে থাকার অবশিস্ট অবলম্বন,
তুমি চাইলে বেচে থাকবো পৃথিবীর বুকে
নয়তো অভিমানে লুকাবো
অাধার আকাশের তারাদের মাঝে।
হয়তো তখন তুমি খুজবে
সহস্র তারাদের ভীরে,
দূর হতে চোখের জল মূছে
আমি দেখবো তোমায়,
কিন্তু আমাকে কোথাও
খুজে পাবেনা তুমি।
আমার অন্তর তুমি
তোমাকে ছারা কি করে একেলা
স্রোতের শেওলার মতো ভেসে ভেসে
একাকি গন্তব্যহীন হয়ে বাঁচবো।
তুমিতো আমার হৃদপিন্ড,
প্রতিটি স্পন্ধনে
রক্ত সঞ্চালনের গতি বিধির
সবটুকু সত্বা জুরে তোমার অস্তিত্ব
তোমাকে ছারা কি করে বাঁচবো।
আমার মন তুমি
সমস্ত চিন্তার বহ্নিল আকাশ জুরে
বিদ্যমান ভাবনার দিঘল প্রান্তরের
সব টুকু ছায়া তুমি,
তোমাকে ছারা কি করে বাঁচি।
আমার হৃদয়ের সবটুকু কলিজা তুমি
আমার বেচে থাকার অবশিস্ট অবলম্বন,
তুমি চাইলে বেচে থাকবো পৃথিবীর বুকে
নয়তো অভিমানে লুকাবো
অাধার আকাশের তারাদের মাঝে।
হয়তো তখন তুমি খুজবে
সহস্র তারাদের ভীরে,
দূর হতে চোখের জল মূছে
আমি দেখবো তোমায়,
কিন্তু আমাকে কোথাও
খুজে পাবেনা তুমি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন