মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬

ভুল করেই ভুলের পথে হাটি

শেখ শফিউল বাসার

ভুল করেই ভুলের পথে হাটি
গন্তব্যর সিমানা নিস্ফল জেনেও
বারংবার এই পথেই হাটি।

ইচ্ছে অনিচ্ছার দোদল্যমান ভেলায়
চেপে বসে পাড়ী দেই
বির্বন বাতাসের অমোস ছায়া পথ।

ভুলের বৃত্তের সবটুকু সমাচারে
কল্পনার রংধনু মেখে
পাড়ী দেই আকাশের অসম পথ।

যেখানে বাস্তবতার কোন সাদৃশ্য নেই
প্রেমের মায়ায় বাধানো সবটুকু পথ
আবেগ আর আবেগের দৌত সমিকরন।

সময়ের বয়ে চলা শেষ গন্তব্য
যোগফল শূন্যতার নিদারুন অন্ত মিল,
সব ভুল জেনেও ভুল করে
ভুলের পথে হাটি।

তোমার প্রেমের অদৃশ্য অলৌকিক শক্তি
ভুলে যাওয়া পথের পথি হতে
বারেবারে ডেকে আনে,
ভুল করেও  দেয়না ভুলিতে।

আকাশের নীড়ে মেঘেদের  ছায়ায়
উড়ে যাই শূন্যে ভাসা বাস্প হয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন