মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬

ইচ্ছে জাগে

শেখ শফিউল বাসার

ইচ্ছে জাগে কোন এক সোনালী বিকেলে
পুলকিত হাসির বহ্নিল শাখে
মুক্ত মনে বাতায়নের দাড় খুলে
প্রানের স্পন্ধনে স্পন্ধিত নয়নে
মন খুলে হাসি।

তোমার হাসির গগনজয়ী শব্দের মূর্ছনায়
 কচি পাতার সজ্জিত রুপে
ফাল্গুনের হিমহিম সন্ধ্যায়
হেটে যাই পাশে।

নির্জনতার কোলে প্রকৃতির ছায়ায়
সবুজ বৃক্ষ সমাহারে
কিছুটা গল্প বর্নের সমাচারে
কাটাবো কিছুটা সময়।

নির্জন রাত্রীর সমুদ্রের জলকনা দাড়ে
গর্জনে বিমোহিত জল তরঙ্গ তানে
তোমার দীঘল জোড়া উন্মুক্ত কেশে
মৃদু গন্ধের উচ্ছল মৌমিতায়
হারিয়ে যাই স্বপ্নের দেশে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন