শেখ শফিউল বাসার
আমার সমস্ত প্রেম তোমার পায়ে লুটিয়ে
জোনাকি কাব্যর আলোকময় হৃদ্রতায়
মেঘের ভেলায় চড়ে নির্বিকার পথে
অজানার নীড়ে হারাতে চাই।
বুকের প্রশস্ত জমিনের উদ্যানে
তোমার প্রেমময়তার বীজ রুপে
ক্লান্ত কৃষকের সবটুকু পরিশ্রান্ত সময়
তোমার কাছে অস্তিত্ব লুটিয়ে
প্রেম ফুল ফসল ফলাতে চাই।
বুকের অনন্ত গহীনে তোমার স্মৃতির জানালায়
উপেক্ষিত প্রেমের বিরহী নির্জনতা
বেদনার জলস্রোত হয়ে ভাসায় অন্তর সমষ্টি।
মালিন্য মনের সমাচারে হৃদয়ের দীর্ঘস্বাস
মনের তানপুড়ায় নিরবে দাগ কাটে।
বিদ্ধস্থ মনের দগ্ধ প্রতিচ্ছবি গুলো
মনের কোমল মাটিতে দাফন করে,
বিরহী মনের অার্তনাদে বেদনার পাথর চেপে
সবকিছু ভুলে যেতে চাই।
আমার সমস্ত প্রেম তোমার পায়ে লুটিয়ে
জোনাকি কাব্যর আলোকময় হৃদ্রতায়
মেঘের ভেলায় চড়ে নির্বিকার পথে
অজানার নীড়ে হারাতে চাই।
বুকের প্রশস্ত জমিনের উদ্যানে
তোমার প্রেমময়তার বীজ রুপে
ক্লান্ত কৃষকের সবটুকু পরিশ্রান্ত সময়
তোমার কাছে অস্তিত্ব লুটিয়ে
প্রেম ফুল ফসল ফলাতে চাই।
বুকের অনন্ত গহীনে তোমার স্মৃতির জানালায়
উপেক্ষিত প্রেমের বিরহী নির্জনতা
বেদনার জলস্রোত হয়ে ভাসায় অন্তর সমষ্টি।
মালিন্য মনের সমাচারে হৃদয়ের দীর্ঘস্বাস
মনের তানপুড়ায় নিরবে দাগ কাটে।
বিদ্ধস্থ মনের দগ্ধ প্রতিচ্ছবি গুলো
মনের কোমল মাটিতে দাফন করে,
বিরহী মনের অার্তনাদে বেদনার পাথর চেপে
সবকিছু ভুলে যেতে চাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন