শেখ শফিউল বাসার
দুইজন দুই প্রান্তে তবুও মনে হয়
মনের কতোটা কাছাকাছি
হৃদয়ের হৃদয় প্রান্তরে
আলো ছায়ার সম্মূখ মুখোমুখি।
এখনে সেই আগের মতোই
তোমার বিচরন অন্তরের গহীনে
বয়ে চলা সময়ের প্রতিটি
দিব্র প্রহর হতে প্রহরে।
অন্তরের সমস্টি কোনে বসে
এখনো সেই আগের মতোই
হৃদয়ে ঝড় তোলো,
ভাসিয়ে নাও গহিন অরন্যে।
একা চলা পথের বাকে
প্রতিটি মহুর্ত মনে হয় পাশেই আছো,
সময়ের প্রতিটিক্ষনে সঙ্গতার চাদরে
নিংসঙ্গতা ভুলিয়ে রাখো।
এখন তুমি কতো দুরে
তবু কেন যেন মনে হয় এখনো
তুমি পাশেই আছো,
ভাবনার দোল খেলায় প্রতিটি মুহুর্ত
আমাকে ভাসিয়ে রাখো।
দুইজন দুই প্রান্তে তবুও মনে হয়
মনের কতোটা কাছাকাছি
হৃদয়ের হৃদয় প্রান্তরে
আলো ছায়ার সম্মূখ মুখোমুখি।
এখনে সেই আগের মতোই
তোমার বিচরন অন্তরের গহীনে
বয়ে চলা সময়ের প্রতিটি
দিব্র প্রহর হতে প্রহরে।
অন্তরের সমস্টি কোনে বসে
এখনো সেই আগের মতোই
হৃদয়ে ঝড় তোলো,
ভাসিয়ে নাও গহিন অরন্যে।
একা চলা পথের বাকে
প্রতিটি মহুর্ত মনে হয় পাশেই আছো,
সময়ের প্রতিটিক্ষনে সঙ্গতার চাদরে
নিংসঙ্গতা ভুলিয়ে রাখো।
এখন তুমি কতো দুরে
তবু কেন যেন মনে হয় এখনো
তুমি পাশেই আছো,
ভাবনার দোল খেলায় প্রতিটি মুহুর্ত
আমাকে ভাসিয়ে রাখো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন